৬ষ্ঠ বারের মতো বাংলাদেশে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে। মোট চারটি ধাপের অনুষ্ঠিত হবে এ নির্বাচন। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে নির্বাচন হওয়ার কথা রয়েছে। শনিবার (১১ মে ২০২৪) সারাদিনব্যাপী গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মোট ১৩ টি স্থানে নির্বাচনী প্রচারণা চালান ঘোড়া প্রতীকের নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় প্রয়াত এমপি ও মন্ত্রী অ্যাডভোকেট রহমত আলী’র উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের জন্য, স্ব স্ব এলাকার জনসাধারণ ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন। শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় বেশিরভাগ স্থানে তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হলে সরকারি গাড়ি, বাড়ি ও ভাতা নিবো না। চেয়ারম্যান নির্বাচিত হলে যে ভাতা দেয়া হয় এর থেকে অনেক বেশি আয় করতে পারছি। থাকার জন্য যে বাসস্থান দেয়া হয় এর থেকে অনেক ভালো বাড়ি আমার আছে। আমি কোনো লোভে প্রার্থী হইনি, ক্ষমতার লোভে আসিনি। আমি প্রার্থী হয়েছি আপনাদের ইচ্ছেতে। সুতরাং প্রার্থী আমি নই, প্রার্থী হলেন আপনারা। শ্রীপুর উপজেলার রাজবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ী নার্সারি মাঠ, মিটালু তেতুল তলা, জয়নারায়নপুর, রাজবাড়ী, দিঘিরচালা, চিনাশুখানিয়া মিয়ার বাজার, রাজারামপুর মসজিদ সংলগ্ন, লক্ষীপুর কাঞ্চন মার্কেট, রাজেন্দ্রপুর ক্লাব মাঠ, ধলাদিয়া বাজার, গজারিয়া, পাবুরিয়াচালা ও ইজ্জতপুর বাজারে প্রত্যেকটি নির্বাচনী আলোচনা সভায় জনসাধারণ ঘোড়া প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন, সদ্যসাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিনসহ অনেকেই।