ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রসাসনের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি মোহাম্মদ দিদারুল আলম।
অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্হিত ছিলেন
উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা, সদর ইউএনও মোহাম্মদ সেলিম শেখ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন মো. মিজানুর রহমান প্রমুখ।
দুর্যোগের প্রস্তুতি সর্ম্পকে ডিসি মোহাম্মদ দিদারুল আলম বলেন, জনসচেতনা বৃদ্ধির পাশপাশি ফায়ার সার্ভিসের সক্ষমতা জানান দিতেই আজকের এই মহরার আয়োজন।পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় ভূমিকম্প মহরা। এতে জেলা রেড ক্রিসেন্ট ইউনিয়নের সদস্যরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *