বিশেষ প্রতিনিধি :
আজ ০৭জুন শুক্রবার বিকেল ৫টায় সোনাগাজীর একটি অভিজাত রেষ্টুরেন্টে সোনাগাজী প্রেসক্লাব’র সাধারণ সভা/বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোটার তালিকা প্রস্তুতকরণ, মনোনয়ন ফি নির্ধারণ ও তফসিল বিষয়ক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের পর সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির সোনাগাজী প্রেসক্লাব’র নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ১৫ জুন (বিকাল ৫ ঘটিকা), মনোনয়ন প্রত্যাহার এর শেষ সময় ১৭ জুন এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন ২০২৪।
উক্ত সভায় সোনাগাজী প্রেসক্লাব’র সভাপতি আফতাব হোসেন মমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ছালাহ উদ্দিন’র সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি ওবায়দুল হক, গাজী মোঃ হানিফ, সাবেক সাধারণ মেহরাব হোসেন মেহেদি, সহ সভাপতি নুরুল আলম মহব্বত, সাবেক সহ সভাপতি বাহার উল্যাহ বাহার,সাবেক যুগ্ন সম্পাদক আবদুর রহিম, কোষাধ্যক্ষ হেদায়েত উল্যাহ, নির্বাহি সদস্য ডাঃ কামাল উদ্দিন, শুকলাল দেবনাথ, মহিউদ্দিন খোকন, ইলিয়াছ সুমন, আবু তাহের প্রমুখ।