ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি।

খেলাধুলা ফুটবল

পিছিয়ে পড়েও নেশনস লিগের ম্যাচে ফ্রান্সকে উড়িয়ে দিল ইতালি। ফরাসিদের ৩-১ গোলে হারিয়েছে তারা।

প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে মাত্র ১২ সেকেন্ডেই ব্রাডলি বারকোলার গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর বেশ কয়েকবার ইতালির ডি বক্সে ভীতি জাগান কিলিয়ান এমবাপ্পেরা। কিন্তু নিজেদের সামলে নিয়ে ৩০ মিনিটে সমতায় ফেরে ইতালি। সান্দ্রো তোনালির ব্যাকহিল থেকে দারুণ এক ভলিতে জাল খুঁজে নেন ফেদেরিকো দিমারকো।বিরতির পর আরও বিধ্বংসী হয়ে ওঠে আজ্জুরিরা। ৫০ মিনিটে সফরকারীদের এগিয়ে দেন দাভিদ ফারেত্তেসি। ৭৪ মিনিটে দারুণ এক গোলে স্বাগতিক দর্শকদের চুপ করান গিয়াকোমো রাসপাদোরি।

জয়ের পর ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেন, “ইতালিয়ানরা ফুটবল ভালোবাসে। সাম্প্রতিক সময় তারা বেদনাহত হয়েছিল। আমি আজ আনন্দিত। দলের ভালো পারফরম্যান্স দেখে স্বস্তি ফিরে এসেছে। এখন আমরা এ পথ ধরে চলতে পারি এবং আমরা দেখেছি এই দলটা কতটা সম্ভাবনাময়।”

এই হার কোনওভাবেই মানতে পারছেন না দিদিয়ের দেশম। তিনি বলেছেন, “এটা (হার) আমাদের আহত করেছে। আমি সমালোচনায় অভ্যস্ত। যদিও ক্যারিয়ারে আমি হারের চেয়ে বেশি জিতেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *