শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা’র নেতৃত্বে পরিষদের সকল সদস্যরাও ঢাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছে।
১৭ ই নভেম্বর রবিবার ঢাকা প্রাণকেন্দ্র বেলিরোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের এ সাক্ষাৎ করে।
ঐ দিনে আবার নবদায়িত্বপ্রাপ্ত তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়ে কমপ্লেক্সের মিলনায়তন হলে একটি অরিয়েন্টেশন প্রোগ্রামও অণু হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা।
ওরিন্টেশন প্রোগ্রামে পার্বত্য জেলা পরিষদের আইন কানুন, কার্যপ্রণালী, পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের কথা স্বাধীন চিন্তা ও বৈষম্য বিরোধী চেতনার কথাও আলোচনা হয়। তাদের এই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে মেধা ও শান্তিপূর্ণ পার্বত্য গঠনের সবাই কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তার বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, নারী ক্ষমতায়েন এ উদ্যোগ একটি মাইলফলক বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে তিন পার্বত জেলা পরিষদের চেয়ারম্যান ও পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সরকারের নির্দেশনা অনুযায়ী দুর্নীতিমুক্ত স্বচ্ছ জনমুখী পরিষেবা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি সম্প্রীতির গড়ে তুলতে সবার প্রতি সহযোগিতা কামনা করেন।
এ সময় পার্বত্য উপদেষ্টা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রসার, মেধাবী প্রজন্মা গড়ে তোলা, উন্নয়ন ও অধিকার নিশ্চিত করা, পর্যটন শিল্পের উন্নতির মাধ্যমে কর্মসংস্থান ও আঞ্চলিক অর্থনৈতিক শক্তিশালী করা, বৈষম্যহীন অর্থনৈতিক, কর্মসংস্থান ও আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করার উপর পার্বত্য জেলা পরিষদের গুরুত্বারোপ করেন।