খাগড়াছড়িতে ২ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

অপরাধ সারা বাংলা

খাগড়াছড়ির মহালছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ও গণতান্ত্রিক ইউপিডিএফের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে নিহত হয়েছে দুই ইউপিডিএফ কর্মী। এছাড়া, এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দুরছড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।

নিহতরা হলেন প্রিয় মোহন চাকমার ছেলে রবি কুমার চাকমা (৬৫) ও দাতকুপ্যা গ্রামের মোহনী মোহন চাকমার ছেলে বিমল চাকমা ওরফে শান্ত (৫২)।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা বলেন, বুধবার সকালে গণতান্ত্রিক ইউপিডিএফ নামক সংগঠনের সদস্যরা তাদের নেতা-কর্মীদের ওপর গুলি চালায়। এতে দু’জন নিহত হয়। এ সময় রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) নামক এক কর্মী সেখানে অবস্থান করছিলেন। এখনো নিখোঁজ রয়েছেন রহিন্তু চাকমা।

তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে গণতান্ত্রিক ইউপিডিএফের কেন্দ্রীয় সভাপতি শ্যামল চাকমা বলেন, ঘটনাটি শুনেছি। তবে এর সঙ্গে আমাদের কেউ জড়িত নন।

মহালছড়ি থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়েছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

1 thought on “খাগড়াছড়িতে ২ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

  1. Moderator Never seen a style like yours.
    Kraken onion – это крупнейший анонимный магазин в России и СНГ, который предоставляет свои услуги в сети. Наша площадка гарантирует полную анонимность и безопасность для каждого пользователя. Мы также обеспечиваем защиту ваших финансов, удобную и быструю оплату товаров и услуг в различных валютах, включая криптовалюту, и обход всех видов блокировок.Для посещения нашего сайт а вам не понадобится подключение к Tor или VPN. kraken onion
    -= кракен сайт ссылка: https://kraken32at.com =-
    -= кракен даркнет ссылка: https://kraken31at.com =-
    -= сайт кракен тор: https://kraken32at.com =-
    E77766Q2

    vk4.at
    кракен официальный сайт
    кракен darknet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *