ঘন কুয়াশার কারণে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা সেতুতে ৫০ যাত্রী নিয়ে একটি বাস উল্টে গেছে। এতে আহত তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের দায়িত্বরত ডা. আবুল ফজল।
আহতরা হলেন, পলিনের ছেলে মতিলাল, মোছলিমের ছেলে মুকুল ও কলিম উদ্দিনের ছেলে রাকিব। তিনজনই নীলফামারীর বাসিন্দা। বুধবার সকাল নয়টার দিকে ঘটা এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাসন থানার এএসআই জিয়াউল ইসলাম। তিনি বলেন, ‘থানা থেকে এসআই মহিউদ্দিন দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।’
পুলিশ ও বাসটির যাত্রীরা জানান, নীলফামারী থেকে অর্ধশত যাত্রী নিয়ে ছেড়ে আসা ‘আল্লাহ ভরসা’ নামের বাসটি ঘন কুয়াশার কারণে গাজীপুরের বাসন এলাকার কড্ডা সেতুতে উল্টে যায়। এ সময় বাসচালক ও তার সহকারী তুরাগ নদীতে পড়ে যান। পরবর্তীতে তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে পাঠানো হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগে দায়িত্বরত আবুল ফজল বলেন, ‘বাস দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। এখন তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’