সাভারে মোটরসাইকেল মেকানিককে ছুরিকাঘাতে হত্যা, ১ ঘন্টায় আসামি গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুশীল রাজবংশী (৩৮) নামের এক মোটরসাইকেল মেকানিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার ১ ঘন্টার মধ্যেই জড়িত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) ভোর রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। এর আগে গতকাল রাত ১২ টার দিকে পৌরসভার জেলেপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুশীল রাজবংশী সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ডের জেলেপাড়া এলাকার রনজিৎ রাজবংশীর ছেলে। তিনি সাভারে এক মোটরসাইকেল গ্যারেজে মেকানিকের কাজ করতেন। আটক গনেশ রাজবংশী একই এলাকায় বসবাস করেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। নিহত সুশীল রাজবংশীর স্ত্রী বিউটি রাজবংশী বলেন, ‘আমার স্বামীর সঙ্গে গণেশের সাথে কোন সম্পর্ক ছিল না। গণেশ এক ব্যক্তির সাথে ঝগড়া করছিলো, এসময় আমার স্বামী গণেশকে বলেছে তুমি বয়োজ্যেষ্ঠ লোকের সাথে বেয়াদবি করছো কেন। এই কথা বলার সাথে সাথে গণেশ উত্তেজিত হয়ে আমার স্বামীকে বলেছে তুই কে, এখানে কথা বলিস কেন। একথা বলেই চাকু দিয়ে আমার স্বামীর সারা শরীরে আঘাত করে। আমি গণেশের ফাঁসি চাই।
তিনি আরও বলেন, ‘আমরা গরিব মানুষ, আমার স্বামী কাজে গেলে আমরা খেতে পাই, কাজ না করলে না খেয়ে থাকতে হয়। ওরা আমার ৫ বছরের ছেলেকে এতিম করলো, আমাকে এতিম করলো। আমি খুনীদের কঠোর বিচার চাই।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, গতকাল রাত ১২ টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুশীল রাজবংশীকে ছুরিকাঘাত করে হত্যা করে গণেশ নামের এক যুবক। ঘটনার পরপরই হত্যাকারী গণেশকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে গণেশ হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *