গোলাম সারওয়ার সজলঃ
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম। এ সময় তিনি দুর্গাপূজা নিরাপদে পালন ও পূজামন্ডপের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে আশুলিয়ার পাথালিয়ায় ডিয়াবাড়ী এলাকায় সার্বজনীন দুর্গা মন্দির, সাভার সদর ইউনিয়নের মাঝিপাড়া মন্দির, সাভার পৌরসভার বাড্ডা ভাটপাড়া পূজামন্ডপ পরিদর্শন করেন খোরশেদ আলম।পূজামণ্ডপগুলোতে সংক্ষিপ্ত আলোচনায় বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, হিন্দু, মুসলিম কোন ভেদাভেদ নেই, আমাদের পরিচয় আমরা মানুষ। আমরা একে অপরের ভাই, আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। কোন ষড়যন্ত্রকারী অপশক্তি এ বন্ধন ছিন্ন করতে পারবে না। দুর্গাপূজাকে ঘিরে কোন অশুভ শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না পারে সেজন্যই সকলকে দৃষ্টি রাখার জন্য আহবান জানান।
এসময় আরো বক্তব্য রাখেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান, সাভার পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন।