গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, বাডডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের তুলনায় রাজধানীর খুচরা বাজারগুলোতে মাছ, মুরগি, সবজিসহ বিভিন্ন পণ্যের সরবরাহ বেশি। সব ধরনের সবজির দাম কমতির দিকে। কয়েক দিন আগেও বেগুন প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়, গতকাল দাম ছিল ৫০ থেকে ৮০ টাকা। ১০০ টাকায় উঠে যাওয়া করলা ও কাঁকরোল দাম কমে এখন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের কিচেন মার্কেটের মেসার্স মা আয়েশা ব্রয়লার হাউসের ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, ‘বাজারে এখন মুরগির ঘাটতি নেই, পর্যাপ্ত সরবরাহ রয়েছে।
ডিমের দাম চড়া
বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর বাজারে ডিমের সররবাহ বাড়লেও এখনো চড়া রয়েছে দাম। খুচরায় প্রতি ডজন ফার্মের ডিম ১৭০ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে দাম ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা।