মাগুরা, ১৮ জুলাই, ২০২৪ (বস): কোটা বাতিল আন্দোলনের নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কটুক্তি, বঙ্গবন্ধুর মোরাল ভাংচুর ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর হামলাকারিদে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা১১টায় মাগুরা শহরের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জহুর-ই-আলম, সরদার ফারুক আহমেদ, আব্দুল হাই, ওয়ালিউর রহমান, রেজাউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা বারিক আনজাম বারকী, আহম্মদ আলী, আরিফ আহমেদ প্রদীপসহ বীর অন্যান্যরা।
এ সময় বক্তরা স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যস্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাড়ানোর আহবান জানান। মানববন্ধন ও সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধারা মাগুরা শহরে বিক্ষোভ মিছিল বের করে।