বুড়িচং সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টায় আটক ৩

সারা বাংলা

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা কালে এক পরিবারের ৩ সদস্যকে আটক করেছে বিজিবি।
সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) সকাল আনুমানিক নয় ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ বুড়িচং উপজেলার সংকুচাইল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করেন। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।
তিনি জানান, সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৬৩/১৬-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবেরমোড়া নামক স্থানে বাংলাদেশী নাগরিক মোঃ ওসমান (২৪), পিতা- কলম হাওলাদার, তার স্ত্রী ইন্নাকা (২১), ও কন্যা সুমাইয়া (০৩), তাদের আকট করা হয়।
আটককৃতদের গ্রাম-পাঁচ বুনিয়া, পোস্ট- ভাদুরা, থানা-গলাচিপা, জেলা- পটুয়াখালী। তারা পাসপোর্টবিহীন ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল তাদেরকে আটক করে।
আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৯ জানুয়ারি ২০২৪ইং তারিখে অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশী দালাল মোঃ রবিউল ইসলাম এর সহায়তায় ভারতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার উদ্দেশ্যে গমন করার পর তারা ভারতের বেঙ্গালুর শহরে অবস্থান করে। সম্প্রতি মোঃ ওসমান এর স্ত্রী ইন্নাকা অসুস্থতাজনিত কারণে ভারতীয় দালাল মোঃ শরীফ হোসেন এর সহায়তায় উল্লিখিত সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে। আটককৃত ব্যক্তিদের নিকট হতে তাদের ব্যবহৃত ১টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।আটককৃত ৩ জন বাংলাদেশী নাগরিককে পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *