ফুলবাড়ীতে বিএনপি‘র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

অপরাধ

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির বর্ধিত সভা ঘিরে দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা চত্বর-সংলগ্ন রাবেয়া কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এতে ২জন  আহত হয়েছেন।স্থানীয় বিএনপি‘র নেতাকর্মী সুত্রে জানা যায়, বিএনপির দুটি পক্ষ আছে। একটি পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম (মতি)। অপর পক্ষের নেতৃত্বে আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম। বর্ধিত সভা ঘিরে আজ সকাল থেকে উপজেলা চত্বর ও শহরের নিমতলা মোড় এলাকায় নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে খুরশিদ আলমের পক্ষের নেতা-কর্মীরা নিমতলা মোড় থেকে একটি মিছিল নিয়ে বর্ধিত সভাস্থলে আসেন। আগে থেকেই সভাস্থলে ছিলেন শাহাজুল ইসলামের পক্ষের নেতা-কর্মীরা। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীরা পরস্পরবিরোধী স্লােগান দিতে থাকেন। এতে কথা-কাটাকাটি থেকে হট্টগোল তৈরি হয়। একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই জন আহত হলে তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। এবিষয়ে যুবদলের যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল বলেন, বর্ধিত সভা মিছিল নিয়ে গেলে সন্ত্রাসীরা অর্তকিতভাবে আমাদের উপরে হামলা করে। আমরা এর তিব্র নিন্দা জানাই।পৌর ছাত্র দলের সদস্য সচিব বলেন সাইফুল বলেন, আমরা কিছু বুঝে উঠার আগেই তারা লাঠি নিয়ে আমাদের ধাওয়া দেয়। এবং আমাদের মারধর করে আমরা এর বিচার দাবি করছি। জেলা বিএনপির উপদেষ্টা ও সাবকে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, আমার শান্তিপ্রীয় মিছিলে যে গুন্ডা বাহিনী হামলা করছে তার পুর্ণ তদন্ত করে দোষি ব্যাক্তিদের দলিয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *