পুলিশের ব্যাবহার করা অস্ত্র গুলো ছিলো সীমান্তে ব্যবহৃত : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
 

আওয়ামী লীগ সরকার সীমান্তে ব্যবহৃত অস্ত্র পুলিশকে দিয়েছিল। এটি একদমই ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ রবিবার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে।

সীমান্তে যে অস্ত্র ব্যবহার করা হয়, সেটা পুলিশকে দেওয়া হয়েছিল। তা একদমই ঠিক হয়নি।”স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশের ওপর যে হামলা হয়েছে, তা খুবই বেদনাদায়ক। যদিও তারা যে কিছুই করেননি সেটাও বলব না।হাজারও তরুণ মারা গেছেন পুলিশ ও অন্যান্যের গুলিতে।

পুলিশকে আর কেউ লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না। আমি চেষ্টা করব, যারা হুকুমদাতা ছিলেন তাদের ধরতে। দেশে না পেলেও বিদেশ থেকে আনব,” যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 নির্দেশ দেওয়ার পরও যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন,
“পুলিশ সদস্যদের যে দাবিগুলো ছিল, আমি কথা দিচ্ছি সব দাবি মেনে নেওয়া হবে। কিন্তু একটু সময় প্রয়োজন। পুলিশদের বলছি আপনারা থানায় ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *