গাজীপুরে ঝুট ব্যবসা দখলে নিতে বেপরোয়া বিএনপি নেতা সিদ্দিক

অপরাধ

ঝুটবোঝাই গাড়ি বের করতে বাধা প্রদান

> অনুসারীদের দিয়ে উত্তেজনা সৃষ্টি

> কাজের সুষ্ঠু পরিবেশে বিঘ্নতা

 

মো. আলমগীর ইসলাম (গাজীপুর) :

 

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় ইভিটেক্স অ্যাপারেলস লিমিটেড ও এক্সিকিউটিভ হাই ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখলের উদ্দেশ্যে কারখানার গাড়ি বেশকিছু দিন যাবত আটকে দেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে। কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।

ইভিটেক্স অ্যাপারেলস লিমিটেডের প্রশাসন ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম জানান, “ঝুট ব্যবসা দখল করতে স্থানীয় কিছু প্রভাবশালী বিএনপি নেতা আমাদের কারখানার গাড়ি আটকে দেয় এবং কারখানার নিরাপত্তা কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে। এতে আমাদের ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”

তিনি আরও জানান, “হঠাৎ করে কিছু অপরিচিত ব্যক্তি আমাদের কারখানার গাড়ি আটকে দেয়। তাদের কাছে কারণ জানতে চাইলে তারা জানায়, ‘আমাদের লিডার পাঠিয়েছে। এই কারখানার ঝুট আমাদের দিতে হবে, নইলে কোনো গাড়ি বের হতে দেওয়া হবে না।’ তাদের মধ্যে কয়েকজন নিজেদের বিএনপি নেতাকর্মী হিসেবে পরিচয় দেন। পরিচয় দেওয়া ব্যক্তিদের মধ্যে ডাক্তার রাব্বি, রাজিব হোসেন ও জুয়েলের নাম উল্লেখ করেন। কথোপকথনের একপর্যায়ে ডাক্তার রাব্বি আমাদের সাথে তাদের লিডারের সঙ্গে কথা বলিয়ে দেন। তখন জানতে পারি তিনি গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।”

আব্দুর রহিম বলেন, “আমি আবু বকর সিদ্দিককে বলি, আপনি যদি সরাসরি আসতেন, তাহলে পরিবেশটা এমন বিশৃঙ্খল হতো না। সুস্থ আলোচনা করে সমাধানে পৌঁছানো যেত। কিন্তু এভাবে লোক পাঠিয়ে আমাদের হয়রানি করা মোটেও সমীচীন নয়।”

তিনি আরও জানান, “আবু বকর সিদ্দিক তখন বলেন, ‘আমাদের অনেক ছেলেপেলে আছে, তাদের কিছু দাবি রয়েছে। এ বিষয়ে আশরাফুল নামে একটি ছেলে আপনার সঙ্গে দেখা করবে।’ পরে আশরাফুল এসে আমাদের বলে, ‘৫ই ডিসেম্বরের মধ্যে এই ঝুট ব্যবসার বিষয়ে সমাধান করতে হবে।’ পরে আমরা তাকে জানাই, আমাদের কারখানায় অডিট চলছে এবং এ ধরনের পরিস্থিতি আমাদের কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করছে।” আপনারা আপনাদের লিডার কে বলেন তিনি যেন আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে এর সমাধান করেন।

কারখানা কর্তৃপক্ষ এ ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছে এবং তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

শিরিরচালা এলাকায় অপর একটি কারখানার নাম এক্সিকিউটিভ হাই ফ্যাশন লিমিটেড। ওই কারখানার ঝুটবোঝাই গাড়ি এখনও বের করতে দিচ্ছেন না বিএনপি নেতা আবু বকর সিদ্দিক। ওই কারখানা কর্তৃপক্ষ বৈধভাবে আজিজুল নামের এক ব্যক্তিকে ওয়ার্ক অর্ডার দেয়। এ বিষয়ে আজিজুল বলেন, আমি বৈধভাবে ওয়ার্ক অর্ডার নিয়ে ব্যবসা করে আসছি। কিন্তু গত ৩-৪ দিন ঝুটবোঝাই গাড়ি বের করতে বাধা প্রদান করছে বিএনপি নেতা আবু বকর সিদ্দিক। আমি বিষয়টির সুষ্ঠু সুরাহার দাবি জানাচ্ছি।

এদিকে স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে এবং এর ফলে অর্থনৈতিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে।

 

এ বিষয়ে গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এসব অভিযোগের কথা অস্বীকার করে তিনি বলেন, মালিক পক্ষ যদি কাউকে বলে থাকে ঝুট দিচ্ছে তাহলে সে নিয়ে যাবে। আর যদি কেউ মালামাল বের করতে বাধা দিয়ে থাকে। তাহলে তাদেরকে জিজ্ঞেস করেন আমি ছিলাম কি না’ বা আমাকে কেউ দেখছে কিনা। এবং ইভিটেক্স কারখানা থেকে ওয়ার্ক অর্ডার কে পেয়েছে। কারো সাথে আলাপ হয়েছে কিনা বা আমি কারো সাথে আলাপ করেছি কিনা তাদের জিজ্ঞেস করেন।উল্লেখ্য, গাজীপুর দেশের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য নয়, শ্রমিকদের নিরাপত্তা এবং এলাকার সামগ্রিক পরিবেশের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *