উত্তরায় চলছে বিক্ষোভ, পাশে পুলিশ ও আওয়ামী লীগের অবস্থান

জাতীয়

রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের পাশের রাস্তায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও রয়েছেন।
আজ শনিবার বেলা দেড়টার দিকে দেখা যায়, বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে ছাউনি বানিয়ে অবস্থান করছেন তাঁরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি দল বিএনএস সেন্টারের নিচে রয়েছে।
বিএনএস সেন্টারের পেছনের গলিতে দাঁড়ানো অভিভাবক মাহফুজ কামাল দৈনিক ” বঙ্গ সংবাদ ” কে বলেন, ‘আমরা এসেছি আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য। আমরা শান্তি চাই। আর একটা গুলিও নয়। এই গুলি আমাদের টাকায় কেনা।’ অভিভাবকদের অনেকে বলেন, ‘ওরা গুলি করুক, আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব। কেউ ভয়ে পালিয়ে যাব না।’ উত্তরা ও এর আশপাশের এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে ফুটপাতে অবস্থান নেন। এসব প্ল্যাকার্ডে ‘আমার ভাই কবরে, খুনি তুই কেন বাইরে’, ‘পুলিশ তুমি কার, জনগণের নাকি শেখ হাসিনার!’ এ রকম নানা স্লোগান লেখা ছিল।
সরেজমিনে দেখা যায়, বেলা দেড়টার দিকে আজমপুর আমির কমপ্লেক্সের সামনে অবস্থান করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে ছাউনি বানিয়ে অবস্থান করছেন তাঁরা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন বিএনএস সেন্টারের সামনে ও জসীমউদ্দীন এলাকার মূল সড়কে অবস্থান নিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *