আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সাভার উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সারা বাংলা

সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের লক্ষে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাভারের সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন, ঢাকা জেলা উত্তর জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন, সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, পূজা উদযাপন কমিটির সভাপতি বরুন ভৌমিক নয়ন, সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাভার ও আশুলিয়া থানার পরিদর্শক এবং বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ দাসের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহাদাত হোসেন, সাভার থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুল কাদের, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির ও সাভার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি।
সভায় উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা আসন্ন দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এবারের শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থায় সার্বিক সহযোগিতার করার আশাবাদ ব্যক্ত করেন।সভায় শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপুর্ণভাবে পালনের জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা। প্রতিটি মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়ন করার পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ যাতে সঠিকভাবে সরবরাহ করা হয় সেজন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।আয়োজকেরা জানান, সাভার উপজেলায় এবার ১৯১টি পূজা মন্ডপে জাঁকজমক আয়োজনে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, আর এরই মধ্যে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরি, সাজসজ্জার কাজসহ যাবতীয় প্রস্তুতির কাজ চলছে।উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর থেকে থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার পূজা মন্ডুপগুলােতে সিসি ক্যামেরায় আওতাভুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *