নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় বাউন্ডারি ভেঙ্গে জমি দখলের অভিযোগ উঠেছে মামাতো ভাইদের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে আশুলিয়া থানায় এই অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্তরা হলেন- আশুলিয়ার গোমাইল এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে মোঃ আঃ আউয়াল (৫৮) ও মোঃ জলিল, একই এলাকার মৃত আঃ লতিফের ছেলে মোঃ রুবেল (৩০) ও মৃত আঃ ছাত্তারের ছেলে মোঃ সবুজসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন। ভুক্তভোগী মোঃ আবুল কালাম ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের মৃত জানু দেওয়ানের ছেলে। অভিযোগে বলা হয়, আশুলিয়া থানার দিয়াখালী মৌজার সিএস ও এসএ দাগ ৫২৬, আরএস ৩০৫৫ ও ৩০৫৭ দাগের বিআরএস ১৮৪১৬ মোট ১৮১ শতাংশ জমি মাতুল সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন আবুল কালাম। সেই জমিটি বিক্রি করতে গেলে অভিযুক্তরা নানাভাবে বাঁধা প্রদান করেন।
পরবর্তীতে প্রায় ২ বছর আগে আবুল কালাম ও তার ওয়ারিশরা মোঃ নুরুল আমিন নামের এক ব্যাক্তিকে রেজিষ্ট্রি বায়না করে দেন। বায়না সূত্রে মালিক হয়ে নুরুল আমিন ওই জায়গার উপর একটি সাইন বোর্ড এবং টিনের বাউন্ডারী নির্মান করেন। অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে বাউন্ডারীটি এবং সাইনবোর্ডটি ভাঙার চেষ্টা করে আসছিল। অবশেষে ৩১ অক্টোবর রাতে বিবাদীরা ওই জমির টিনের বাউন্ডারী এবং জমির সাইনবোডটি ভেঙ্গে ফেলে জিমিটি জবরদখল করার পায়তারা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আবুল কালাম। এব্যাপারে আশুলিয়া থানার সাইফুল্লাহ আকন্দ বলেন, এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও আমি হাতে পাই নি। অভিযোগ হাতে পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।