অফিস আদালত খোলা জয়পুরহাটে: জনমনে স্বস্তি

জাতীয়

জয়পুরহাট, ২৫ জুলাই, ২০২৪ (বস): কোটা সংস্কার আন্দোলনে একটানা কয়েকদিন কারফিউ ও ১৪৪ ধারা জারী থাকায় জনমনে আতংক থাকলেও বুধবার ও বৃহস্পতিবার  কারফিউ শিথিল করায় অফিস আদালত খোলা থাকায় জনজীবনে স্বস্তি দেখা গেছে। পাশাপাশি রাস্তাঘাটেও মানুষের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।
জেলা ম্যাজিষ্ট্রেট সালেহীন তানভীর গাজী জানান, সরকারের নির্দেশনা মোতাবেক জয়পুরহাট জেলায় মঙ্গলবার কারফিউ শিথিল করা হয়েছিল এবং বুধবার বেলা ১১ টা থেকে অফিস আদালত খোলা থাকায় জনমনে স্বস্তির পাশাপাশি রাস্তাঘাটে যান চলাচল বৃদ্ধি পেয়েছে। জনজীবনে স্বস্তি দেখা দেয়ায় জেলার অভ্যন্তরে পাঁচ উপজেলা রুটে বাস-মিনিবাস চলাচল শুরু হয়েছে । সোনালী ও ন্যাশনাল ব্যাংক জয়পুরহাট শাখা ঘুরে দেখা যায় সাধারণ মানুষ বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ এবং টাকা লেনদেন করতে পারায় স্বস্তি প্রকাশ করেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, জননিরাপত্তায় পুলিশ সর্বদায় সতর্ক রয়েছে। জয়পুরহাট জেলায় পুলিশের উপর হামলা সংক্রান্ত করা মামলায় গত ২৪ ঘন্টায় আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। জেলা জজ কোর্টেও জন সাধারণের উপস্থিতি লক্ষ্য করা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *