শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
গড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতের লক্ষ্যে মাদক ও চোরাকারবারিদের দৌরাত্ম্য রুখে দিতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) সর্বোচ্চ সোচ্চার। অপরাধীদের অপরাধ রুখে দিতে এবং আসন্ন সকল উৎসব কে কেন্দ্র করে অপতৎপরতাকারীদের পরিকল্পনা নস্যাৎ করতে জেলার পুলিশ সুপার সুদৃঢ় ও বিচক্ষণ দিকনির্দেশনায় খাগড়াছড়ি জেলা পুলিশ সুকৌশলে প্রতিনিয়ত অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছে।
এরই ধারাবাহিকতায় অত্র জেলায় চলমান বিশেষ অভিযান এর অংশ হিসেবে মহালছড়ি থানার একটি চৌকস দল মহালছড়ি থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৪/০৫/২০২৪ খ্রি. ০৬.৩০ ঘটিকায় মহালছড়ি থানাধীন ০৪নং মাইসছড়ি ইউপিস্থ কাটিংটিলা সাকিনে খাগড়াছড়ি টু রাঙ্গামাটি পাঁকা রাস্তার জাহাঙ্গীরের চায়ের দোকানের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী রূপমতি চাকমা (৪২), পিতা-মৃত ফটিকচন্দ্র চাকমা ,স্বামী-মৃত কালো বরন চাকমা, সাং-পাকিজ্যাছড়ি, ০৫ নং ওয়ার্ড, ০৪নং মাইসছড়ি ইউপি, থানা-মহালছড়ি, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলাকে ২০ (বিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।