শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার ক্ষমতার দাপট

দুর্নীতি

মোঃ ম.ইলাহী ,
বিশেষ প্রতিনিধি :

শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার মোঃ ওয়াহিদুজ্জামান দুলু (১০ম গ্রেড) অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৫০ কোটি টাকা অবৈধ আয়ের বিষয়ে বিশেষ প্রতিবেদন প্রেরণ প্রসঙ্গে।
খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান দুলু (১০ম গ্রেড) গত ১৫ বছর যাবত একই জায়গায় চাকরি করে আসছে।এর আগে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করতেন।স্থানীয় ঠিকানা: গ্রাম:মোকামপুর পোস্ট: মধুপুর, উপজেলা: তেরোখাদা।
বর্নিত কর্মকর্তা আওয়ামী লীগ মতাদর্শী,খুলনা শেখ পরিবারের লোকের সাথে তার ভালো সম্পর্ক ছিল।বিশেষ করে খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি শেখ সুজনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি অত্যন্ত চালাক এবং তারমধ্যে দলীয় লোককে/ঊর্ধ্বতন কর্মকর্তাকে কনভেন্স করার প্রবণতা অনেক বেশি রয়েছে।তার বিরুদ্ধে দুদকের একটি অভিযোগ রয়েছে কিন্তু দুদকের তদন্ত কর্মকর্তা উপ সহকারী পরিচালক কামরুজ্জামানকে ১৫ লক্ষ টাকা দিয়ে তদন্ত কার্যক্রম ধীর গতি করে রেখেছে,খুলনা জেলার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান ও তার ফুফাতো ভাই মোঃ মহসিন কে নির্বাচনের জন্য এক কোটি টাকা ডোনার করেছেন বলে জানা যায়।মহসিন চেয়ারম্যানের জয়ী হওয়ার লক্ষ্যে নিজের আত্মীয়কে দলীয় লোক দ্বারা হত্যা করেছেন।
তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সমূহঃ ক। কর্মকর্তার বিরুদ্ধে দলীয় ক্ষমতার দাপটে একই অফিসে দীর্ঘদিন একই হাসপাতালে কর্মরত থাকা। দেরিতে অফিসে আসা, উক্ত প্রতিষ্ঠানের স্টাফদের সাথে খারাপ আচরণ করা।
খ। ৫০/৬০ হাজার টাকার বিনিময়ে আউটসোর্সিং লোক ভর্তি করা, আউটসোর্সিং দের বেতন হইতে টাকা কর্তন করা,আউটসোর্সিংদেরকে দলীয়করণ করা। দিনে ও রাত্রে নার্সদের ডিউটি লাগানোর দলীয়করণ/আত্মীয়করন করা।
গ। বিভিন্ন টেন্ডারের দলীয়করণ ও আত্মীয়করণের অনিয়ম,ও দুর্নীতি অভিযোগ।তার গ্রুপের লোককে টেন্ডার পাইয়ে দেওয়া।এতে তিনি ১৫ বছরে ৮/১০ কোটি টাকা অবৈধ আয় করেছেন।
ঘ। উক্ত হাসপাতালের তিনটি এম্বুলেন্স রয়েছে যা বাহিরে হইতে ফুয়েল ক্রয় করতে হয়।ফুয়েল কম নিয়ে ভাউচারে বেশি উল্লেখ করে বছরে ৩ লক্ষ টাকা অবৈধ আয় করেছেন।
ঙ। ১৫ বছরে হাসপাতাল থেকে বিভিন্ন উপায়ে অবৈধ আয়ের মাধ্যমে তিনি নিজ এলাকায় তেরোখাদা উপজেলার মোকামপুরে তার নিজের এলাকায় ৭/৮ বিঘা জমিতে বিশাল বড় মাছের ঘের আছে।মোকামপুর বাজারে তার নামে একটি মার্কেট আছে।খুলনা মুজগুন্নি আবাসিক এলাকায় ১৮ রোডে ৫ তলা বিশিষ্ট একটি বাড়ি আছে।
চ। গত ০৮/৯/২৪ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা(৩০/৩৫)উল্লেখিত অভিযোগের ভিত্তিতে কর্মকর্তাকে হাসপাতাল হইতে পদত্যাগ করার নিমিত্তে হাসপাতালে আগমন করে।উল্লেখিত বিষয়গুলোর দোষ স্বীকার করে কর্মকর্তা স্বেচ্ছায় এবং সজ্ঞানে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে সেনাবাহিনীর নিরাপত্তায় হাসপাতাল ত্যাগ করেন।
ছ। গত ১১/০৯/২০২৪ খ্রিঃ৫ লক্ষ টাকার বিনিময়ে স্থানীয় ছাত্র সাকিব আশরাফ নাঈম (ইসিএমএসসি,সাং:কবির বটতলা,খুলনা বিশ্ববিদ্যালয়) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে ৮০/৯০ টি বাইকে লোকজন সহ যোগদান করেন।
তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে আবসর এর সিরধান্ত নিলেন জনাব
মোঃ ওয়াহিদুজ্জামান দুলু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *