নবীনগরের ২টি তেলের মিল ও ২টি স্বর্ণের দোকানিকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

অপরাধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুই তেলের মিল ও দুই স্বর্ণের দোকানিকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুসা জানান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু মুসা জানান, সোমবার দুপুরে উপজেলার রসুল্লাবাদ বাজারে ২টি সরিষার তেলের মিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিল দু’টির বিএসটিআইয়ের অনুমোদন পাওয়া যায়নি। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন ও তেলের মান নিশ্চিত না করে কোন রকম লেবেলিং ছাড়াই বাজারজাত করে আসছিলো। পরে ২টি মিলের মালিককে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” ধারায় প্রত্যেক মিল মালিককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, পাশাপাশি নবীনগর পৌরসভার বিভিন্ন জুয়েলারি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে দেখা যায় ২টি জুয়েলারি দোকান মালিক সরকার নির্ধারিত ওজন স্কেলে সোনা বিক্রয় করছেন না। পরে ২ জুয়েলারি দোকান মালিক কে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” ধারায় প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এসময় বিএসটিআই, কুমিল্লা ও নবীনগর থানা পুলিশ উপস্হিত ছিলো

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *