ইলিয়াছ সুমন, বিশেষ প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীর নবাবপুরে কায়সার রায়হান স্মৃতি সংসদের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
০২ অক্টোবর শনিবার সকাল ১০ঘটিকায় আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব ইব্রাহিম মমিন ও যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম এর যৌথ সঞ্চালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জহিরুল হক খাঁন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ নুর নবী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রীনল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, এনা গ্রুপের সিইও জাহির উদ্দিন মাহমুদ খাঁন, গ্রীনল্যান্ড গ্রুপের পরিচালক মফিজুর রহমান।
শহীদ সহিদুল্লাহ কায়সার ও জহির রায়হান ভাতৃদ্বয়ের স্মরণে ১৯৭২ সালে নবাবপুরের সচেতন ও এলিট সমাজ কর্তৃক শহীদ কায়সার রায়হান স্মৃতি সংসদ ও গণ পাঠাগার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়েও এ সংসদটি সামাজিক উন্নয়ন, কৃষ্টি কালচার ও বিনোদনের প্রান কেন্দ্র হয়ে উঠে, এ সংসদটিতে রয়েছে অতি প্রচীন ও দূর্লভ গ্রন্থের সু-বিশাল সমাহার যার মাধ্যমে এ অঞ্চলে আলোকিত মানুষ গড়তে সাহায্য করে এ সংগঠনটি। এ সংঘঠনের রেজুলেশনানুযায়ী সদস্য হওয়ার প্রাথমিক যোগ্যতা এস, এস, সি পাশ হতে হয়। সংগঠনের কার্যক্রম পরিচালনায় রেজুলেশনানুযায়ী মেয়াদান্তে কমিটি পরিবর্তন ও নতুন কমিটি গঠন হয়। তারই ধারাবাহিকতায় নব গঠিত কমিটির সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেন মিরন ও সাধারণ সম্পাদক হয়েছেন অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা মোঃ সহিদ উল্লাহ্।
পরিচিত সভায় প্রধান অতিথী ও বিশেষ অতিথির পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য রাখেন জহির উদ্দিন মাহমুদ খাঁন, আরও বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, কৃষি কর্মকর্তা নুরুল আলম, ইন্স্যুরেন্স কর্মকর্তা আক্তার হোসেন, সাব রেজিষ্টার মেজবাহ উদ্দিন প্রমুখ। এতে সংগঠনের কর্মকর্তা ও সদস্য ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।