বুড়িচংয়ে জাতীয় যুব দিবসে আলোচন, প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ

অন্যান্য

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি :

কুমিল্লা বুড়িচং উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।
০১ নভেম্বর শুক্রবার সকালে বুড়িচং উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন অফিসার মো. রাছেল সারোয়ার, ইউ আর সি মোস্তফা কামাল, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার কাজী মো. মুজিবুর রহমান, সহকারী যুব উন্নয়ন অফিসার মো. মাহবুবুল আলম, যুব উন্নয়ন ক্যাশিয়ার মো. তোফাজ্জল হোসেন।এসময় যুব সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন আলোকিত যুব সংঘের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জাবির, যুব ওয়াইকসের মহিলা বিষয়ক সম্পাদক লিজা আক্তার।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সাহিদা আক্তার, শপথ শেষে গবাদিপশুর উপর ট্রেনিং করা ৩০জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং ৬ জনকে ৩লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *