বিশেষ প্রতিনিধি মোঃ ওয়াজেদ আলীঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা ও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম এবং পুলিশ পরির্দশক (তদন্ত) ইকবাল পাশা এর সাথে দলের নেতৃবৃন্দদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ফিরোজ কবির প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলাধীন ৭নং তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মাসুদ আলম মন্ডল, জি আর ৩১২/২০২৪ (গোবিন্দগঞ্জ) নং মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় পরিষদের বিভিন্ন সেবাদান সহ দাপ্তরিক কাজ বিঘ্নিত হচ্ছে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা স্বারকে পত্র প্রেরণ করে অনুপস্থিত চেয়ারম্যান গণের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব স্ব অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানগণকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করতে পারবেন মর্মে নির্দেশনা দেওয়ায় উপজেলাধীন ৭নং তালুককানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তালুককানুপুর ইউনিয়নের সাধারণ জনগণের আলোর পথ প্রদর্শক ও গরীব অসহায় মানুষের নয়নের মণি জনগণের ভালোবাসায় সিক্ত জিয়ার আদর্শকে বুকে ধারণ করে তিলে তিলে গড়ে ওঠা রাজপথের লড়াকু সৈনিক তালুককানুপুর ইউনিয়নের চার বারের সফল ইউপি সদস্য বর্তমানের প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, ঐতিহ্যবাহী সুন্দইল হারিয়া মন্ডল জামে মসজিদ ও ঈদগাহ মাঠ ও নুরানী হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি, সমসপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ফিরোজ কবির প্রধানকে তালুককানুরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দিয়ে অত্র ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশক্রমে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হলে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম এর সাথে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির চলতি দপ্তর সস্পাদক সাজাদুর রহমান সাজু,, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।এসময় সমগ্র তালুককানুপুর ইউনিয়ন থেকে মাদক, হ্যাকার ও জুয়া নির্মূলে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি তালুককানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও দলের পক্ষ অভিনন্দন জানিয়েছেন।