ইলিয়াছ সুমন, বিশেষ প্রতিনিধি: নবাবপুরের আমজনতাকে বিনোদন কেন্দ্রীক করণের লক্ষ্যে নবাবপুর জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৪ আয়োজন করা হয় ১৯৯০ থেকে ২০২৪ পর্যন্ত ব্যাচ ভিত্তিক দল নির্বাচনের মাধ্যমে। এতে বিভিন্ন গ্রুপের ০৬টি দল লীগ পদ্ধতিতে অংশগ্রহণ করে। প্রতিটি দল দুটি করে খেলা অংশগ্রহণ করার মাধ্যমে পয়েন্ট তালিকার শীর্ষ ০৪টি দল সেমি ফাইনালে অংশগ্রহণ করে। ১৮ অক্টোবর শুক্রবার বিকাল ৩.৩০ ঘটিকায় ফাইনাল খেলাটি আমিরাবাদ ভবানী চরন লাহা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে দুই প্রতিদ্বন্দ্বী দল এস,এস,সি ২০১১-২০১৫ ও ২০১৬-২০২০ ব্যাচ অংশগ্রহণ করে।প্রথমার্ধে গোল শূন্য রেখে মাঠ ছাড়ে দুই প্রতিদ্বন্দ্বী দল। দ্বিতীয়ার্ধে ২০২০ ব্যাচ ১ গোল করে এগিয়ে গেলেও ভাগ্য অনুকূলে না থাকায় ২০১৫ ব্যাচ একটি পেনাল্টিতে আবারও ড্র করে। ১-১ গোলে ড্র অবস্থায় খেলার পূর্ণাঙ্গ সময় শেষ হলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ২০১৫ ব্যাচ ০৫-০৩ গোলে জয় চিনিয়ে নেয়।
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা’র প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির। সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক কেএম ফখরুদ্দিন ফারুক এর সঞ্চালনায় ও নবাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মোহাম্মদ ইব্রাহীম মোমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফেনী জেলা’র আহ্বায়ক শেখ ফরিদ বাহার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফেনী জেলা’র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, জহির উদ্দিন খান, নবাবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, যুবদলের সহ-প্রচার সম্পাদক মোজাম্মেল হোসোন আরিফ, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শরীফুল ইসলাম রানা, নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বদিউল আলম শিপন, ফেনী জেলা নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ফরহাদ, সিনিয়র সহ-সভাপতি মোহন মিয়াজি, সাধারণ সম্পাদক আশ্রাফুল হক সাজু, সাবেক ছাত্র নেতা, ইব্রাহীম মুক্তি, আরিফুল ইসলাম নিরবসহ ইউনিয়ন, উপজেলা, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ ক্রীড়ামোদী জনতা।