দক্ষিন কেরানীগঞ্জে ১২লক্ষ টাকার গাজা সহ আটক দুই

সারা বাংলা

নিজস্ব প্রতিবেদক :

আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্যমানের চল্লিশ (৪০) কেজি গাঁজাসহ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ।সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রধারী সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারে র‌্যাব-১০ এর জোরালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১২ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২২:৩৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপযোগে বিপুল পরিমান মাদকসহ ঢাকার যাত্রাবাড়ী হইতে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা হতে মাওয়াগামী সার্ভিস লেন ও এক্সপ্রেসওয়ের উপর অবস্থান গ্রহণ করে। অতঃপর একই তারিখ ২৩.১০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকার রাজেন্দ্রপুর মক্কা টাওয়ার ধাবা রেস্টুরেন্ট এন্ড এক্সপ্রেসের সামনে ঢাকা হইতে মাওয়াগামী সার্ভিসলেনের উপর একটি সন্দিগ্ধ পিকআপ আসলে উপস্থিত র‌্যাব সদস্যরা পিকআপটি আটক করে। পিকআপের ভিতরে থাকা চালক ও অপর ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের পিকআপের ভিতরে মাদকদ্রব্য গাঁজা আছে বলে স্বীকার করে। পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশীকালে উক্ত পিকআপের চালকের আসনের সামনে থাকা ড্যাসবোডের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা আনুমানিক মূল্য ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা মূল্যমানের মোট ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মো. শাহ আলম (৩৫), পিতা-মো. আব্দুল মালেক, সাং-দোহারঘাটা, থানা-দোহার, জেলা-ঢাকা, ২। মো. সাইদুল ইসলাম (৪০) (চালক), পিতা-মৃত শামসু মিয়া, সাং-দক্ষিণ মোড়াইল, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি সিঙ্গেল কেবিন পিকআপ জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *