আলোর ফাঁদে পোকার নাশ

সারা বাংলা
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: রাতের বেলায় কৃষি জমিতে জ্বলে উঠলো সাদা বাতি। সবুজের মাঝে এ যেন আলোর বিচ্ছুরণ। দূর থেকে দৃশ্যটা যেন নয়নাভিরাম। এটা পোকার জন্য আলোর ফাঁদ। ওই আলোর নীচেই রাখা হয় পানিসহ পাত্র। আর এতে এসে পোকা পড়ে মারা যায়। কৃষক রক্ষা পায় ফসলের সম্ভাব্য ক্ষতি থেকে। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩৪টি ব্লকে আলোর ফাঁদ পাতা হয়। এককেটি ব্লকে পাঁচটি করে আলোর ফাঁদ পাতা হয়। এসব ফাঁদে ধরা পড়ে সবুজ পাতা ফড়িং, মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, ছোট শুড় ফড়িংসহ নিরপেক্ষ পোকা। এর মধ্য বেশিরভাগই নিরপেক্ষ পোকা। বাকি যেসব ক্ষতিকর পোকা ধরা পড়ে সেগুলো সংখ্যায় খুব বেশি নয়।সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, এ প্রক্রিয়ায় কৃষক বুঝতে পারবেন তার জমিতে বা ঐ মাঠে কি পরিমাণ ক্ষতিকর পোকার উপস্থিতি রয়েছে। পাশাপাশি পোকা নিয়ন্ত্রণ করা ও মনিটরিং করা, কৃষক অযথা বালাইনাশক ব্যবহার না করে যুক্তিসম্মত ভাবে ঔষধ ছিটিয়ে পোকা দমন করতে পারবে এবং উৎপাদন খরচ কমবে। এতে সর্বোপরি ধানের উৎপাদন খরচ কমে আসবে।আলোর ফাঁদ কার্যক্রমে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সারমিন জুঁই, অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহমিদা সিদ্দিকা হাবিবা। ওই কর্মকর্তারা কার্যক্রমের সার্বিক তদারকি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *