বন্যাত্তোর ফেনী’র নবাবপুর ইউনিয়নবাসীর মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান

সারা বাংলা

ইলিয়াছ সুমন, বিশেষ প্রতিনিধি:

২১ সেপ্টেম্বর শনিবার সকালে ফেনী জেলার সোনাগাজী উপজেলাধীন নবাবপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত নয়টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ড থেকে ২০ জন করে জনগণের মাঝে বাংলাদেশ এসোসিয়েশন অব হংকংয়ের আর্থিক সহযোগীতায় আমিরাবাদ ভবানী চরন লাহা স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বন্যাত্তোর প্রতিজনকে নগদ ৩,০০০ টাকা ও ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান করা হয়।

নবাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ইব্রাহিম মোমিন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির।

চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হংকং বিএনপি’র সভাপতি জহিরুল হক খান স্বপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মীর মোশাররফ হোসেন মিরন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোশাররফ হোসেন লিটনসহ নবাবপুর ইউনিয়ন বিএনপি, জামায়াত, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

বন্যাত্তোর চাল ও নগদ অর্থ সহায়তায় পৃষ্ঠপোষকতা করেন গ্রীনল্যান্ড গ্রুপ, কালার কিং গ্রুপ, প্রবাসী নবাবপুরীয়ান, গিয়াস উদ্দিন মাহমুদ, নাসির উদ্দীন ইউএসএ, মোশাররফ হোসেন লিটন, বাংলাদেশ এসোসিয়েশন অব হংকংসহ আরো অনেকে।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহদিয়া জামে মসজিদের খতিব মাওলানা নুর নবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *