ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবুবকর হত্যার পুনঃ তদন্ত ও বিচারের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধুপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী,মধুপুর শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ বজলুর রশীদ খান চুন্নু। শহীদ আবু বকরের পিতা মোঃ রুস্তম আলী ও বড় ভাই মোঃ আব্বাস।
আরোও বক্তব্য রাখেন আবু বকরের সহপাঠি মোঃ শফিকুল ইসলাম শুভ, সাংবাদিক এস.এম শহীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ জোবায়ের, এস.এম সবুজ, একরামুল হক, মানিক মিয়া ও তিতুমীর কলেজের ছাত্র নেতা নাছির উদ্দীন মিলন প্রমুখ।
উল্লেখ্য শহীদ আবুবকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী থাকা অবস্থায় ২০১০ সালের ফেব্রুয়ারিতে স্যার এফ রহমান হলের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।