বিশ্বের ছোট-বড় শহরগুলোয় দিনে দিনে বাড়ছে বায়ুদূষণের মাত্রা। ঢাকার বাতাসেরও একই অবস্থা। তবে বৃষ্টির কারণে গত কয়েক দিন ঢাকার বাতাসে দূষণ কিছুটা কমলেও আবার তা বাড়তে শুরু করেছে।
বৃহস্পতিবার ঢাকার বাতাসে দূষণ অবস্থায় রয়েছে অস্বাস্থ্যকর। তবে সবচেয়ে বেশি বায়ুদূষণের কবলে রয়েছে উগান্ডার কাম্পালা।এদিন সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১১৬ স্কোর নিয়ে ১০ নম্বরে রয়েছে ঢাকা, যা দূষণের দিক থেকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।