কারো মতো হতে চান না নাহিদ রানা, কেন ?

ক্রিকেট খেলাধুলা

পেস বোলিং সেনসেশন শোয়েব আখতার নাকি ব্রেট লি, কার মতো হতে চান পাকিস্তান সিরিজে গতির ঝড় তোলা নাহিদ রানা? সেই প্রশ্নে উত্তর খুঁজছেন যারা, তাদের যেন একটু হতাশই করলেন এই টাইগার পেসার। বিসিবির সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে নাহিদ বলেছেন, ‘আমি কারও মতো হতে চাই না।

ওই ভিডিওতে নাহিদ বলেছেন, ‘আমি কারও মতো নই, আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই। সত্যি কথা, ওভাবে কাউকে ফলো করি না। তবে আমার বাংলাদেশের সব পেসারদের ভালো লাগে। কারণ, তাদের খেলা টিভিতে দেখে বড় হয়েছি।’বাংলাদেশ দলের পাকিস্তান টেস্ট সিরিজে গতিময় বোলার ছিলেন বাংলাদেশের রানা। নাহিদ বলেছেন, ‘১৫২ বা এর চেয়ে বেশি জোরে (বল) করতে হবে, এমনটা কখনো মনে করিনি। একটা জিনিসই মাথায় নিয়ে বোলিং করেছি, দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে, সেই পরিকল্পনায় বোলিং করেছি। আমার নিজের যে পরিকল্পনা ছিল, তা অনুযায়ী বোলিং করেছি।

পাকিস্তানে দুই টেস্টে নাহিদ উইকেট নেন ছয়টি। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। আউট করেন শান মাসুদ, সৌদ শাকিল ও বাবর আজমকে। নিজের পারফরম্যান্সে নাহিদ খুশি। তিনি বলেছেন, ‘আমি যেটা আশা করেছিলাম, দল যেটা আমার কাছে আশা করেছিল, তা করতে পেরেছি। দেশ ছাড়ার আগে বলেছিলাম দেশের জন্য কিছু করতে চাই, তা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’বাংলাদেশ দল দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিমান ধরবে। সেই সিরিজেও স্বাভাবিকভাবে সেরাটা দিতে চান নাহিদ, ‘প্রস্তুতি নিচ্ছি। যত ভালো প্রস্তুতি নেওয়া যায়, ম্যাচে তত ভালো হবে। ভারত ভালো দল। তবে ক্রিকেটে যারা ভালো খেলবে, তারাই জিতবে। ম্যাচে দেখা যাবে। দলকে সেরাটাও দেওয়া এখনো বাকি। ইনশাআল্লাহ দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *