আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরে বিএনপি সমর্থিত দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

সারা বাংলা

গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৪/৫ জন আহত হয়।

শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের উত্তর ছায়াবিথীর হাক্কানী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার ২৮নং ওয়ার্ডের সাহা পাড়া এলাকার সৌরভ গ্রুপের সঙ্গে একই ওয়ার্ডের বরুদা এলাকার হিমেল-সাগর গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে জেলা শহরের উত্তর ছায়াবিথীর হাক্কানী এলাকায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এসময় প্রতিপক্ষের যুবকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে সৌরভ গ্রুপের ফাহিমকে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ফাহিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সংঘর্ষে আরও ৪/৫ জন আহত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *