শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
প্রতিবাদের ঝড় উঠেছে খাগড়াছড়ি। অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। খাগড়াছড়ি আয়োজিত সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বাঙ্গালীকে অ-পাহাড়ি বলে অবমাননাকর বক্তব্যের অভিযোগ এনে পাহাড়ি-বাঙ্গালিদের বিভেদ সৃষ্টির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বুধবার (২৮ আগস্ট ২০২৪) দুপুরে খাগড়াছড়ির শাপলা চত্ত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খাগড়াছড়ি জেলা শাখা সমন্বয়ক মোঃ রফিক হোসেন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
গত ২৩ আগস্ট-২০২৪ তারিখে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভায় তিনি বাঙ্গালীকে অ-পাহাড়ি বলে অবমাননা মূলক বক্তব্য রাখেন বলে অভিযোগ তোলা হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সমন্বয়ক মোঃ মাসুদ রানা, মোঃ জাহিদ হাসান,আল আমিন ফাহিম, পারভেজ আহমেদ, মোঃ মাহবুব আলম, সহ-সমন্বয়ক ফাহিম জিম, জয় দেব, পার্বত্য চট্রগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ আসাদ উল্লাহ, খাগড়াছড়ি পৌরসভার ০৫ নং ওয়ার্ড কমিশনার মোঃ আব্দুল মজিদ এতে অংশ নেন।
এছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন,জেলা জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম মাসুদ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী,ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর হয়ে চেঙ্গি স্কয়ার ঘুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করে। পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দেয়া বক্তব্যের প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার প্রতিনিধিরা। এছাড়াও জেলা প্রশাসকের স্থায়ী বাসিন্দা সনদ প্রাপ্তিতে মং সার্কেল চীফ/হেডম্যানদের সনদ বাতিলের জোড় দাবি জানান।