রাশিয়ার অভ্যন্তরে অভিযান চালিয়ে ৫৯৪ রুশ সৈন্য আটকের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।
ইউক্রেনের কমান্ডার ইন চিফ জেনারেল ওলেকসান্দর সিরস্কি এই দাবি করেছেন।
তিনি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে তিন সপ্তাহ ধরে সামরিক অভিযান চালিয়ে ৫৯৪ রুশ সেনাকে আটক ও ১০০টি বসতি দখল করেছে ইউক্রেনীয় বাহিনী।
সিরস্কি বলেন, সীমান্ত অঞ্চলে নতুন করে ৩০ হাজার সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। তারা পাল্টা হামলা চালাতে চাইছে এবং ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। তবে রাশিয়ার এমন প্রচেষ্টা প্রতিহত করা হচ্ছে বলে জানান তিনি।
কিয়েভে এক সম্মেলনে সিরস্কি স্বীকার করেছেন, কুরস্ক অঞ্চলে অভিযান চালানোর একটি লক্ষ্য হলো ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ার সেনাদলগুলোকে সরানো।
সাম্প্রতিক মাসগুলোতে রুশ বাহিনী ক্রমাগত ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। তারা এখন পোকরোভস্ক থেকে প্রায় সাত মাইল (১১ কিলোমিটার) দূরে অবস্থান করছে। ইউক্রেনের সেনাবাহিনী ও পরিবহন খাতের জন্য পোকরোভস্ককে একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। রুশ বাহিনী এখন পোকরোভস্ক থেকে কুরাখোভ শহরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
সিরস্কি বলেন, ইউক্রেনের দখল করা দক্ষিণাঞ্চল থেকে কিছু সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য জায়গা থেকে সেনা প্রত্যাহারের চেষ্টা করছে রাশিয়া। তবে পোকরোভস্কে তারা তাদের তৎপরতা বাড়াচ্ছে।
সিরস্কির অভিযোগ, রাশিয়া সরবরাহ লাইনগুলোতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে।