এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানালেন- সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

জাতীয়

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রদান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভের জেরে তাকে নানাভাবে হয়রানি করেছে আওয়ামী লীগ সরকার। সেই সরকারের পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ কাজের কূটকৌশলের অন্যতম সহযোগী ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। দেশের বর্তমান প্রেক্ষাপটে বৈষম্য নিরসনে এই স্বৈরাচারী চেয়ারম্যানের পদত্যাগ ও প্রশাসনমুক্ত এনবিআরের দাবি তুলেছেন সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল বুধবার এনবিআর ভবনে স্বৈরাচারী চেয়ারম্যানের দপ্তরের সামনে ক্ষোভ প্রকাশ করেন সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় দেওয়া বক্তব্যে ভীতি প্রদর্শন, নিয়োগে অনিয়ম, বদলি-পদায়ন ও পদোন্নতি বাণিজ্য, অবসরকালীন সুবিধা বঞ্চিত করা, পাচার ও লুণ্ঠনে সহায়তা সহ নানা অনিয়মের কথা তুলে ধরা হয়।এছাড়া তার নামফলক খুলে ফেলে সেখানে লেখা হয়েছে ‘ড. ইউনুসকে একের পর এক মামলা দিয়ে হয়রানীকারী স্বৈরাচার’। এনবিআর ভবনের মূল ফটকের সামনে একই লেখার সঙ্গে তার ছবি জুড়ে দিয়ে জুতার মালা পরিয়ে দেওয়া হয়।

এনবিআরের মূসক নীতির সদস্য হোসেন আহমেদ বলেন, আমাদেরকে পুতুল বানিয়ে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *