লন্ডন, ১৮ জুলাই ২০২৪ (বাসস) : লিভারপুল থেকে সদ্য অবসরে যাওয়া থিয়াগো আলচানটারা স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনায় হান্সি ফ্লিকের কোচিং স্টাফ দলে অস্থায়ী ভিত্তিতে নাম লিখিয়েছেন। ৩৩ বছর বয়সী আলচানটারা ফ্লিকের অধীনে বার্সাকে আবারো লড়াইয়ে ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবেন বলে আশা করা হচ্ছে। খেলোয়াড়ী ক্যারিয়ারে বার্সেলোনা ও জার্মান কোচ উভয়ের সাথেই স্প্যানিশ এই তারকার পরিচয় রয়েছে বিধায় তার কাজ করতেও সহজ হবে। বার্সেলোনার পক্ষ থেকে দেওয়া এক বিবৃবিতে বলা হয়েছে, ‘থিয়াগো আগামী কয়েক সপ্তাহ হান্সি ফ্লিকের স্টাফদের সাথে কাজ করবেন। পুরো গ্রীষ্ম জুড়েই সাবেক এই খেলোয়াড় ক্লাবের সাথে থাকবেন।’ বার্সেলোনার যুব একাডেমি থেকে উঠে আসা আলচানটারা ২০১৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেবার আগে সিনিয়র দলের হয়ে ১০১টি ম্যাচ খেলেছেন। এরপর বায়ার্নে তিনি ফ্লিকের অধীনে খেলেছেন। ২০২০ সালে জার্মান ক্লাবটির ট্রেবল হয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। গত মৌসুমে ইনজুরির কারনে এ্যানফিল্ডে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন আলচানটারা। লিভারপুলে হয়ে চার মৌসুমে খেলেছেন ৯৮ ম্যাচ। গত ৩০ জুন লিভারপুলের সাথে চুক্তি শেষের সাথে সাথে তিনি অবসরের ঘোষনা দেন। যদিও খেলা ছাড়ার পর খুব বেশীদিন তাকে বসে থাকতে হয়নি। জার্মানি কোচ ফ্লিককে সহযোগিতা করার জন্য তিনি কাজে লেগে গেছেন। মে মাসে দুই বছরের চুক্তিতে ফ্লিককে নিয়োগ দেয় বার্সা। শিরোপা বিহীন মৌসুম কাটানোর পর আগের কোচ জাভি হার্নান্দেজকে ছাঁটাই করেছিল কাতালান জায়ান্টরা।

জাতীয়

ঢাকা, ১৮ জুলাই, ২০২৪ (বস) : খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ, খাদ্য ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা দূরীকরণের সর্বোত্তম পন্থা নির্ধারণের সুপারিশ করেছে জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সাথে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে মানসম্পন্ন খাদ্য ব্যবস্থাপনার অনুরোধ জানানো হয়।
আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠকে কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে এসব সুপারিশ করা হয়।
সভায় কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মো. মকবুল হোসেন, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, এস. এ. কে একরামুজ্জামান এবং দ্রৌপদী দেবী আগরওয়ালা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতেই পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ সম্পর্কিত এবং নিরাপত্তা প্রহরী নিয়োগ সংক্রান্ত আলোচনা করা হয়।
দেশের খাদ্য গুদামগুলোর নিরাপত্তার স্বার্থে আউটসোসিং এর মাধ্যমে নিয়োগকৃত নিরাপত্তা প্রহরী খাদ্য বিভাগে নিয়োজিত হলে সরকারি সম্পদ চুরি বা আতœসাৎ স্থানীয় দুর্বৃত্তদের সাথে যোগসাজশে সরকারি ক্ষতির আশংকা থাকায় কমিটি সরাসরি নিয়োগের পক্ষে সুপারিশ করে। এছাড়া খাদ্য অপচয় রোধকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণার কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *