ইলিয়াছ সুমন, বিশেষ প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও পরিবারকে কটাক্ষ করার প্রতিবাদে এবং মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে সাবেক মুক্তিযোদ্ধা সংসদ ফেনী জেলা ইউনিট কমান্ড এবং বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড-ফেনী জেলা শাখার উদ্যোগে ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এক বিশাল মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে ফেনী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা উপজেলা নেতৃবৃন্দ এবং সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ অংশগ্রহণ করেন। বিক্ষোভ কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ফেনী জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালেব বক্তব্যে বলেন আমরা কোটার জন্য যুদ্ধ করিনি, বঙ্গবন্ধু আমাদেরকে ভালোবেসে উপহার হিসেবে ৩০% মুক্তিযোদ্ধা কোটা দিয়েছেন, আমরা বঙ্গবন্ধু প্রদত্ত কোটা বন্ধ হোক অথবা প্রত্যাহার হোক অথবা বাতিল হোক আমরা কোনভাবে চাই না। মহামান্য সুপ্রিম কোর্টে এই বিষয়ে রিট শুনানি হবে। রিটের শুনানিতে মহামান্য সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিবে আমরা মেনে নিব। কোটা বাতিলের নামে সারাদেশে কোমলমতি শিক্ষার্থীদেরকে যারা উস্কানি দিয়ে মাঠে নামিয়েছে সেইসব আলবদর – রাজাকার – বিএনপি – জামাত – শিবির ও নব্য রাজাকার কে সাবধান করে দিতে চাই। আমরা একাত্তরে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা কোনভাবেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিবোনা। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা সন্তানেরা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার শত্রু, দেশের শত্রুকে এবং নব্য রাজাকারকে প্রতিহত করব। দেশে ৬০% নারী কোটা, রেলওয়েতে ৪০% পোষ্য কোটা, ২০% জেলা কোটা ও অন্যান্য কোটা রয়েছে, সে সব কোটার বিরুদ্ধে কোন কথা হয়না, শুধু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কেন তাদের এত মাথা ব্যথা? বীর মুক্তিযোদ্ধা’র সন্তান আবদুল মান্নান পারভেজ এর সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, ফেনী সদর উপজেলা সাবেক কমান্ডার বীর মু্ক্তিযোদ্ধা আফসার উদ্দিন, সোনাগাজী উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মহব্বত উল্যাহ, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন, মুক্তিযোদ্ধা সন্তান মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান মহসিন পাটোয়ারী। মানববন্ধন শেষে জেলা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব’র নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।