ইস্ট বেঙ্গল ক্লাব উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ক্লাব।
এমন একটি ক্লাবের জার্সি গায়ে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি সানিজদা। বিশেষ করে আসলাম-মুন্না-রুমি-গাউসদের পর বাংলাদেশের নারী ফুটবলার সনাজিদা সেই একই রঙের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন।
ভারতের নারী ফুটবল লিগে খেলতে যাচ্ছেন। ইস্ট বেঙ্গল ক্লাব সেই আগস্ট থেকে সানিজাদকে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু বাফুফে থেকে অনুমতি পাচ্ছিল না। বাংলাদেশে ফ্রাঞ্চাইজি ফুটবল লিগ, লিগ হবে। কিন্তু কোনোটাই শেষ হয়নি বলে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন ভারতের কিকস্টার্ট দলে খেলার অনুমতি পেয়েছেন সঙ্গে সানজিদাও অনুমতি পেয়েছেন।
ভারতে এরই মধ্যে সানজিদা নিয়ে ক্রেজ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে ঢাকায় সানজিদার সঙ্গে যোগাযোগও করা হয়েছে। কখন সানিজদা কলকাতায় পা রাখবেন তাকে বরণ করতে অনুষ্ঠানও আয়োজন করতে চেয়েছিলেন ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা। কিন্তু ওসবে রাজি না এপার বাংলার ফুটবলার সানজিদা। ওপার বাংলার সংবাদ মাধ্যম সানজিদার সৌন্দর্য নিয়ে প্রশংসা লিখেছে। ঢাকা থেকে সানজিদা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘আমি কালো হয়ে গিয়েছি।’ কেন এটা বললেন সানজিদা? ‘আরে ভাই আয়নায় মুখ দেখার সময় আছে? পার্লারে যাওয়ার সময় কোথায়। রূপচর্চ্চা সময়ের ব্যাপার। সময় নেই।’
বাংলার এই ফুটবলার এরই মধ্যে একাধিক বিজ্ঞাপনচিত্রে কাজ করার আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু রাজি ছিলেন না। সানজিদা বললেন, ‘মডেল যারা আছেন তাদের সময় আছে। আমরা ক্যাম্পে থাকি। আমাদের সময় নেই। শুটিং থাকলে যাওয়া লাগবে। অনেক প্যারা। তার চেয়ে আমি ফুটবল নিয়ে আছি সেটাই ভালো।’