বিশেষ প্রতিনিধি মোঃ ওয়াজেদ আলীঃ
“সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” এই প্রতিপাদ্য নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় এবং প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলার গোবিন্দগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সদস্য গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি। প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্তের সভাপতিত্বে এবং সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান এম.এ মতিন মোল্লা ও আওয়ামীলীগ নেতা প্রধান আতাউর রহমান বাবলু। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী চ্যানেল আই’র গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন। অলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি শাহ আলম সরকার সাজু, চ্যানেল আই দর্শক ফোরামের গাইবান্ধা জেলা সভাপতি এম. আব্দুস সালাম, উপজেলা নিকাহ্ ও রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী আজিজার রহমান, অ্যাডভোকেট চৌধুরী জাকিউল ইসলাম সাথীন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার, সাংবাদিক এসোসিয়েশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধান, রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি নূর আলম আকন্দ, সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য কাজী আসাদুজ্জামান উল্লাস, আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক বিষ্ণু নন্দী, শামীম রেজা ডাফরুল, তাহেদুল ইসলাম, এবিএস লিটন, মানিক সাহা, মশিউর রহমান বাবু প্রমুখ। শেষে শ্রীমুখ হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ, বনজ এবং ওষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলোকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।