গাজীপুরে সংকটাপন্ন রোগী মৃত্যু , ভুল তথ্য ছড়িয়ে হাসপাতাল ভাংচুরের অভিযোগ

অপরাধ

মো.আলমগীর ইসলাম (গাজীপুর) :

গাজীপুরের শ্রীপুরে সংকটাপন্ন এক প্রসূতি রোগীর মৃত্যুর ঘটনায় উস্কানি ও ভুল তথ্যে ছড়িয়ে হাসপাতাল ভাংচুরের অভিযোগ উঠেছে। ওই রোগীর অবস্থা খারাপ থাকায় আল হেরা হাসপাতালে সিজার বা নরমাল ডেলিভারি কোনটিই করা হয়নি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে এম্বুলেন্স যোগে সেখানে নিয়ে যান রোগীর স্বজনরা। পরবর্তীতে রোগী মারা গেলে মধ্যরাতে এসে হাসপাতালে ভাংচুর করা হয়।গতকাল (১৩ অক্টোবর) রোববার মধ্যরাতে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার আল-হেরা হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত প্রসূতি নারী ইসমত আরা বেগম (৩৮) উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মো. শফিকুল ইসলামের স্ত্রী।হাসপাতাল সূত্রে জানা যায়, ‘রোববার বিকেল চারটার দিকে একজন সংকটাপন্ন প্রসূতি রোগী আসে। রোগীর অবস্থা খারাপ থাকায় জরুরিভাবে চিকিৎসা করেন গাইনোকোলজি ডাক্তার আয়েশা সিদ্দিকা। রোগীর প্রেসার প্রায় ২০০ থেকে ১১০ ছিল, তা দেখে তড়িৎ গতিতে অক্সিজেন এবং চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে ৫ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার্ড করা হয়। পরে তারা ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওই প্রসূতির স্বামী শফিকুল ইসলাম বলেন, রোববার বিকেলে আমার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে স্বাস্থ্য পরিক্ষার জন্য আলহেরা হাসপাতালে নিয়ে যাই।সেখানে স্ত্রীকে ভর্তি করানোর পর চিকিৎসা শুরু হয়। হঠাৎ করে চিকিৎসার অবনতি হতে থাকলে বিকেল পৌনে ৪ টার দিকে হাসপাতালের ব্যবস্থাপক জানান আমার স্ত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার স্ত্রীকে দেখেই বলে অনেক আগেই সে মারা গেছে।আল হেরা হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মুহাম্মদ আবুল হোসাইন বলেন, ‘প্রসূতির মরদেহবাহী এম্বুলেন্স হাসপাতালের প্রধান ফটক পর্যন্ত আসার পর ভাংচুর করে। এসময় কয়েক শতাধিক মানুষ এলোপাতাড়ি হামলা চালিয়ে হাসপাতালের স্টাফ কর্মচারীরা মারধর করে। ভাংচুর করা হয়েছে হাসপাতালের এম্বুলেন্স। ব্যাপক ভাংচুর চালানো হয় ফার্মেসীতে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কেউ আইনের উর্ধ্বে নয়। প্রাথমিক তদন্তের পর হাসপাতালের কারো অবহেলার কারণে রোগীর মৃত্যুর ঘটনা প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু হাসপাতাল ভাংচুর করা হলো কেন ? সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে আমি এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *