১৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত আফগানিস্তানে : ইউনেস্কো

আন্তর্জাতিক

প্যারিস, ১৫ আগস্ট, ২০২৪(বস ডেস্ক) : আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটির অন্তত ১৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে পুরো একটি প্রজন্মের ভবিষ্যত এখন বিপন্ন।
জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
তালেবান ২০২১ সালের ১৫ আগস্ট ক্ষমতায় ফিরে আসে। তাদের ক্ষমতায় ফেরার তিন বছর পূর্তি উপলক্ষে ইউনেস্কো এক বিবৃতিতে বলেছে, প্রাথমিকেও শিক্ষার্থীর উপস্থিতি ব্যাপকভাবে কমে গেছে। স্কুলে ১১ লাখেরও কম ছেলে মেয়ে উপস্থিত হচ্ছে।
সংস্থাটি আরো বলছে, শিক্ষার্থী ঝরে পড়ার ব্যাপকতার ক্ষতিকর পরিণাম নিয়ে ইউনেস্কো শংকিত। কারণ, এ জন্যে শিশু শ্রম ও বাল্য বিয়ে বেড়ে যাবে।
ইউনেস্কো বলছে, মাত্র তিন বছরে আফগানিস্তানের কার্যত কর্তৃপক্ষ গত দুই দশকের শিক্ষার দৃঢ় অগ্রগতি প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে। পুরো একটি প্রজন্মের ভবিষ্যত এখন বিপন্ন।
জাতিসংঘ সংস্থা বলছে, আফগানিস্তানে প্রায় ২৫ লাখ মেয়ে তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। এ সংখ্যা দেশটিতে স্কুলবয়সী মেয়ের প্রায় ৮০ শতাংশকে প্রতিনিধিত্ব করে।
বিশে^ আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে মেয়েদের মাধ্যমিক ও বিশ^বিদ্যালয় শিক্ষা বন্ধ করে দেয়া হয়েছে।
আর এ কারণে ২০২১ সাল থেকে অন্তত ১৪ লাখ মেয়ে ইচ্ছাকৃতভাবে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে ইউনেস্কো উল্লেখ করেছে।
এতে দ্রুতই উচ্চ-দক্ষ চাকুরিতে প্রশিক্ষিত স্নাতকের সংকট ঘটবে যা উন্নয়ন সমস্যাকে বাড়িয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *