১০ জন পেলেন আদর্শ শিক্ষক সম্মাননা

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. সৈয়দ আকরম হোসেন। ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। দীর্ঘ পেশাগত জীবনে এই শিক্ষক এক দিনও ক্লাসে দেরি করে প্রবেশ করেননি। প্রতিদানে পেয়েছেন সবার ভালোবাসা ও শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী।

১৯৬৪ সাল থেকে শিক্ষকতা পেশায় থাকা রফিকুন নবী কার্টুনের মাধ্যমে শিক্ষার্থীদের নীতি-নৈতিকতার শিক্ষা দিয়ে আসছেন। অনেক সময় সরাসরি কথা না বলে তিনি কার্টুনের মাধ্যমে তা ব্যক্ত করছেন। শিক্ষা ও নৈতিকতার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরসহ এমন ১০ শিক্ষককে ‘আদর্শ শিক্ষক সম্মাননা’ দিয়েছে এথিকস ক্লাব।

গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এথিকস ক্লাবের আয়োজনে ১৩তম নৈতিকতা দিবসের আলোচনা অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এ শিক্ষকদের সম্মাননা তুলে দেন। এথিকস ক্লাবের প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন। দু’দিনব্যাপী এ অনুষ্ঠান আজ বৃহস্পতিবারও চলবে।

সম্মাননা পাওয়া বাকি শিক্ষকরা হলেন– চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. অনুপম সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কায়সার হামিদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, রাঙামাটির নারায়ণগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল মোস্তফা চৌধুরী, দিনাজপুর সংগীত কলেজের শিক্ষক গণেশ সরেন, সিরাজগঞ্জের রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চমন আরাস্তা শিউলী, বান্দরবানের মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন।

সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশকালে ড. আকরম হোসেন বলেন, ‘শিক্ষক হিসেবে প্রতিটি দিন আমাকে পরীক্ষা দিতে হয়েছে। নিজেকে প্রস্তুত করে প্রমাণ করেছি আমি সাম্প্রতিক ও সমসাময়িক। ৫৪ বছরের শিক্ষকতা জীবনে আমি কোনোদিন ক্লাসে দেরি করে যাইনি। এটা আমার বড় নৈতিকতা।’

অধ্যাপক রফিকুন নবী বলেন, ‘সরাসরি সব কথা বলা যায় না। এ জন্য কার্টুনকে বেছে নিয়েছিলাম। কার্টুনের মাধ্যমে নীতি-নৈতিকতার কথা বলেছি।’

সভাপতির বক্তব্যে এথিকস ক্লাবের প্রতিষ্ঠাতা এম ই চৌধুরী শামীম ২৫ জানুয়ারিকে ‘নৈতিকতা দিবস’ ঘোষণার দাবি জানান। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ ফকরুল আলম বলেন, ‘সমাজে নৈতিকতা বৃদ্ধি এখন অতিজরুরি। এজন্য এথিকস ক্লাবের মধ্যে আরও আলোকিত মানুষদের এগিয়ে আসতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্মার্ট নাগরিক হতে হলে সৎ, মানবিক ও নৈতিকতাবোধসম্পন্ন মানুষ হতে হবে। ২৫ জানুয়ারি জাতীয়ভাবে নৈতিকতা দিবস পালনের যে দাবি জানিয়েছে এথিকস ক্লাব, সেটি আমি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *