১০’ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০’ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষক মানববন্ধন অংশগ্রহন করেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের সমন্বয়ক মো. মনির হোসেনের সভাপতিত্বে ও সমন্বয়ক মো. লোকমান হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. কাউসার, শাহাদাত হোসেন, মোহাম্মদ টিপু, রুবি জাহান, বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক মো. মনির হোসেন, আমরিনা বেগম, মো. খালেদ হাসান, মো.  সাদেকুর রহমান, মো. লোকমান হোসেন, জাহানার বেগম, মাসুদ মিয়া, মো. শাহজালাল, সুমন সেন গুপ্ত, মো. জাহাঙ্গীর, প্রণয় দেব প্রমুখ।বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড এবং শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। শিক্ষার মানোন্নয়নের সাথে শিক্ষকদের মানোন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। তারপরও দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। স্নাতক বা সমমানের যোগ্যতায় পুলিশের এসাই, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ডিপ্লোমাধারী নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ১০’ম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। সেখানে একই যোগ্যতার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩’তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। যেখানে ৮ম শ্রেণি পাশের একজন গাড়িচালক বেতন পায় ১২’তম গ্রেডে। এ থেকে বোঝা যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কতটা অবহেলিত।

http://<script type=’text/javascript’ src=’//pl24584666.cpmrevenuegate.com/02/ab/7b/02ab7beec2ec1f21b210f45927ac7a46.js’></script>
বক্তারা আরও বলেন, শিক্ষার ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই প্রাথমিক শিক্ষকদের সঠিক মর্যাদা দিতে হবে। ১০’ম গ্রেডে উন্নীত করার দাবি বাস্তবায়ন আমাদের প্রতি করুণা নয়, এটি আমাদের অধিকার। এ জন্য অনতিবিলম্বে আমাদেরকে ১০’ম গ্রেডে উন্নীত করার দাবি জানাচ্ছি।পরে শিক্ষকদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *