হাসিনার পতনের দিন ম্যাচসেরা সাকিব

জাতীয়

ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। দেশের এমন পরিস্থিতিতে কানাডায় একইদিন খেলতে নেমেছিলেন আওয়ামীলীগ সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসান। গ্লোবাল টি-টোয়েন্টিতে কিছুদিন আগে এক দর্শকের তোপের মুখে পড়া সাকিব অবশ্য ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।

গতকাল ব্রাম্পটনের সিএএ সেন্টারে সারে জাগুয়ার্সের মুখোমুখি হয়েছিল বাংলা টাইগার্স মিসিসাগা। যেখানে সাকিবের নেতৃত্বে ২ উইকেটে জয় পায় বাংলা টাইগার্স। বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করা সারে ৮ উইকেটে ১০৮ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ও ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলা টাইগার্স। ব্যাট, বল ও ২ ক্যাচ নিয়ে ম্যাচেরা সেরা খেলোয়াড় হন সাকিব।

১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সও বিপদে পড়ে। তবে সাকিবের ৩০ বলে ৩৬ রানে জয়ের দেখা পায় দলটি। তিনি একটি ছক্কা ও ৪টি চারে নিজের ইনিংস সংগ্রহ করেন। রহমতউল্লাহ গুরবাজ ১৯ রান করেন।

সারের হয়ে বেন লিস্টার ৩টি উইকেট পান। এছাড়া লোগান ভ্যান বিক ও সুনীল নারাইন ২টি করে উইকেট পান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সারের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন শ্রেয়াস মোভা। ১৭ রান করেন ভিরানদীপ সিং।

বাংলা টাইগার্সের হয়ে কার্টিস ক্যাম্ফার ৪টি উইকেট। সাকিব ও আরেক বাংলাদেশি শরিফুল ইসলাম একটি করে উইকেট দখল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *