হবিগঞ্জে বন্যা কবলিত ৬টি উপজেলার পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন বাড়ি ফিরলেও ভুগছেন সুপেয় পানির সংকটে। বন্যার কারণে ঘর-বাড়িতে পানি উঠে যাওয়ায় বিকল হয়ে গেছে টিউবওয়েলসহ গভীর নলকূপগুলো। যে কারণে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।
সরকারি হিসেবে গত দুই দিনে অন্তত ১০ হাজার ঘর-বাড়ি থেকে বন্যার পানি নেমে গেছে। যদিও নিম্নাঞ্চলে পানিবন্দি রয়েছে আরও অন্তত কয়েক হাজার পরিবার।
বন্যা কবলিত উপজেলাগুলো হলো-হবিগঞ্জ সদর, চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও বাহুবল। গত একদিনে বন্যা আশ্রয় কেন্দ্র থেকে ১৮০ জন লোক বাড়ি ফিরেছে। চারটি আশ্রয় কেন্দ্রে এখনও রয়েছেন ৫৪৮ জন মানুষ। বর্তমানে জেলায় ৪টি আশ্রয় কেন্দ্র চালু রয়েছে। এদিকে, বন্যা কবলিত এলাকায় ৪৯টি মেডিকেল টিমের মধ্যে মাঠে কাজ করছে ১৬টি টিম।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক জানান, তাদের মেডিকেল টিম বন্যা কবলিত এলাকায় কাজ করছে। খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাপে কাটার ওষুধ পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ আছে। টিমের সদস্যরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।