নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলার অন্যতম আসামী ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও সাভার থানা যুবলীগের বহিষ্কৃত সাবেক সভাপতি এবং বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মন্ডল কে রাতে র্যাব-৪ বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মিরপুর থেকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার ভোরে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সাভার মডেল থানার উিউটি অফিসার (এসআই) মোঃ বাদল সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরান এলাকার ইব্রাহিমের ছেলে ।
ছাত্র জনতা হত্যা মামলা ছাড়াও সেলিম মন্ডলের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী কে মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় পুড়িয়ে হত্যার অভিযোগে ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালিন যুবলীগের থানা সভাপতি থাকাবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। পরে তাকে বহিষ্কার করা হয়।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, সেলিম মন্ডলের বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যা ঘটনায় ৭ টি মামলা রয়েছে। তাকে দুপুরে সাভার থানায় ২১ নং মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।