স্থগিত ঘোষনা করা হয়েছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা

শিক্ষা

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

২৮ আগস্ট থেকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পিএসসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। পরীক্ষায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন।

প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। এসব প্রার্থীই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *