আর খান ও নুর জাহান বেগম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন কার্যক্রম প্রদান উপলক্ষে সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উইন্ডি গ্রুফ অব কোম্পানীর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সিআইপি মেজবাহ উদ্দিন কিসলু খাঁন।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় দি ইকোনমিক এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমির হোসেন জনির সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাবসায়ী দাউদ খান, সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রিন্স, সান জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আলাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবির চৌধুরী, সাবেক ছাতনেতা মহসিন পাটোয়ারি।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ আবদুল হান্নান (কালের কন্ঠ), জাবেদ হোসাইন মামুন (যুগান্তর), জসিম উদ্দিন কাঞ্চন (ইনকিলাব), হাসান মাহমুদ (যায়যায়দিন), মিজানুর রহমান মিস্টার (মানবাধিকার সংগঠক), ওমর ফারুক (আমাদের সময়), এস.এন আবছার (মানবকন্ঠ, স্টারলাইন) আবদুর রহিম (যুগান্তর), মোতাহের হোসেন ইমরান (কালবেলা), গাজী মোঃ হানিফ (স্বদেশ প্রতিদিন) সালাহ উদ্দিন (বাংলাদেশ সমাচার) আলমগীর হোসেন রিপন (আজকের পত্রিকা), কাওসার মাহমুদ (মানবজমিন), আফতাব হোসেন মমিন (ভোরের চেতনা), হাবিবুল ইসলাম রিয়াদ (বাংলাদেশ বুলেটিন) ইকবাল হোসেন (বৈকালী), মেহেরাব হোসেন মেহেদী (ডেইলি ইন্ডাষ্টি), বাহার উল্লাহ বাহার (আমাদের নতুন সময়), ওবায়দুল হক ( জনপ্রিয়), রাসেল চৌধুরী (ফেনীর সময়), জহিরুল হক খান (নবচেতনা) শরিয়তুল্লাহ রিপাত (প্রতিদিনের বাংলাদেশ), ইলিয়াস সুমন (বঙ্গসংবাদ), আল মামুন (দেশ বার্তা), বায়োজিদ হোসেন (নয়া পয়গাম), আবদুর রহিম রুবেল (নওরোজ), নুরুল আলম মহব্বত (নতুন আলো প্রতিদিন), শহিদুল ইসলাম মামুন ( ফেনীর শক্তি)।