সোনাগাজীতে যুগান্তর প্রতিনিধির উপর হামলার ঘটনায় মামলা

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম’র উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িত যুবদল নেতা মফিজুল হক(৪৫), জাফর রুবেল(৪০), ফখরুদ্দিন ফারুক(৪০) ও সুমন (৩০) এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ জনের নামে শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা করেন আহত সাংবাদিক রহিম।জানাগেছে, মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালুখোকরা। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও করেন যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম।
এক পর্যায়ে বালু উত্তোলনকারি আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা মফিজুল হক, ফখরুদ্দিন, সুমন ও জাফর রুবেল ঘটনাস্থলে গিয়ে রহিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে মারধোর করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উৎপল দাস দাস, সাংবাদিক রহিমের হাত, বুক ও পিঠে ৮টি স্থানে কাটা, নীলা ও ফুলা জখম রয়েছে তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতার দাবি করেছে ফেনী প্রেসক্লাব, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী রিপোর্টার্স ইউনিটি, বিএমইউজে ও সোনাগাজী প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *